রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে রোববার দুপুরে কিশোর কিশোরীদের নিয়ে পুষ্টি সেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তরুণ কুমার পালের সভাপতিত্বে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান এ আল মামুন ও একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মন্ডলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বক্তাগণ ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্য বিষয়ে এছাড়া কিশোর কিশোরীদের পুষ্টি সেবা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। একই সাথে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান জাতীয় পুষ্টি সপ্তাহের (২৩-২৯ এপ্রিল) কার্যক্রম সঠিক ভাবে বাস্তবায়নে দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari