সামাজিক সংগঠন রাজবাড়ী একাডেমির উদ্যোগে শনিবার রাজবাড়ীতে বই দিবস পালিত হয়েছে।
বেলা ১১টায় শহরের বড়পুল মেজবাহ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে দিবসটি উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, বই বিনিময় ও বই পড়ার অভিজ্ঞতা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বই পড়ার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, কবি সালাম তাসির, রাজবাড়ী একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি আহসান হাবীব, কমল কুমার সরকার, চিত্রশিল্পী গোলাম আলী, শিক্ষক গোলাম সারোয়ার, রেজাউল করিম, নুরতাজ তাজিয়া, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী প্রমুখ।
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠক, কর্মী ও সুধিজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari