গোয়ালন্দ উপজেলার মানবিক সংগঠন গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে দুস্থদের ঈদ উপহার ও ঈদের মাংস কেনার টাকা সহায়তা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রপার হাই স্কুল মাঠে গোয়ালন্দ উপজেলার দরিদ্র ও কর্মহীন শ্রমজীবীদের মাঝে ঈদ উপহার তুলে দেয় সংগঠনটি। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ৯০টি পরিবারে ঈদ উপহার স্বরূপ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম মুন্সি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক লুৎফর রহমান।
অনুষ্ঠানে বক্তারা গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের কাজের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সেলিম মুন্সি বলেন কোনো মানুষ জেনো রক্তের অভাবে, চিকিৎসার অভাবে মারা না যায় সে জন্য গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এ ছাড়াও বিভিন্ন মানবিক কাজে মানুষকে সহায়তা প্রদান করে থাকি। আমাদের এ চলমান কাজ ভবিষ্যতেও আরো বেগবান হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari