রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রান্তীক কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল আউস জাতের ধান বীজ প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বীজ বিতরণ উদ্বোধন করেন। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এমএ মতিন, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আ: করিম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন । উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতাধীন এই কর্মসূচির মাধ্যমে ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সুবিধা দেওয়া হচ্ছে। প্রত্যেক সুবিধাভোগী কৃষক ৫ কেজি উচ্চ ফলনশীল আউস জাতের ধানবীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি প্রদান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari