জীবনের ন্যূনতম চাহিদা পূরণের ক্ষেত্রে দরিদ্রতার বাধায় আটকে রয়েছে রাজবাড়ীর কালুখালী উপজেলার গংগানন্দপুরের ৪০টি আদিবাসী পরিবার। দরিদ্রতার কারণে পরিবারগুলোর শিশুরা স্কুল গমনের বয়সেই খুঁজত কর্মের ঠিকানা। এসব শিশুদের আলোর পথ দেখাতে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গংগানন্দপুরে গড়ে তুলেছে কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়, কালুখালী।
মঙ্গলবার কেকেএস এর পক্ষ থেকে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের খাদ্য ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সেভ দ্যা চিলড্রেন এর সহযোগিতায় খাদ্য ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। অনুষ্ঠানে কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) এর কো-অর্ডিনেটর শাহাদত হাসান, কেকেএস কালুখালী শাখা ব্যবস্থাপক পার্থ বাগচি, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কেকেএস আদিবাসী শিশু বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari