রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সন্ধ্যা গ্রামে গলায় ফাঁস নিয়ে সুকেশ সমাদ্দার নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে একই গ্রামের সত্যরঞ্জন সমাদ্দারের ছেলে। বালিয়াকান্দি থানার এস]আই মাজহারুল ইসলাম জানান, গত শনিবার রাতের খাবার খেয়ে সুকেশ ঘুমিয়ে পড়ে। সবার অজান্তে বাড়ির পাশে আমগাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। সকালে গাছে ঝুলন্ত অবস্থা লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পারিবার ও প্রতিবেশীদের ভাষ্যমতে সে বেশ কিছুদিন হত্যাশাগ্রস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari