পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকার মো. নয়নের ছেলে সোহেল আহমেদ ও নড়াইল জেলার ডামোলার মোড় এলাকার সিদ্দিক সিকদারের ছেলে সাইফুল সিকদার। অটোরিকশা চালক রিংকু হোসেন জানান, রাজবাড়ীর পাংশা বাস স্ট্যান্ডে চার ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে তার অটোরিকশায় ওঠে। কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে আসার পর মারধর করে তাকে নামিয়ে দিয়ে দুইজন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। এসময় তার চিটৎকার চেচামেচিতে স্থানীয় লোকজন এগিয়ে এসে বাকী দুজনকে আটক করে পুলিশে দেয়। কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, এ ঘটনায় কালুখালী থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার ও বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari