রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সমবায় সমিতি। এসকল সমবায় সমিতি নামে মাত্র সমবায় অফিস থেকে রেজিষ্ট্রেশন নিয়ে উচ্চ হারে সুদের ব্যবসা শুরু করেছে। এসকল সুদে সমিতির খপ্পরে পড়ে অনেকে পথে বসেছে। সুদে সমিতির পাশাপাশি সুদে কারবারী, ব্যাংক চেক কারবারী, দাদন ব্যবসায়ীরা সক্রিয় হয়ে উঠেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের সাধারণ মানুষ অর্থাভাবে সুদে সমিতি ও ব্যক্তিগত ভাবে ঋণ নিতে ব্যাংক চেক বা সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর করে দিতে হয়। কেউ সুদে কারবারীর চাহিদা মতো অর্থ দিতে ব্যর্থ হলে চেক ডিজঅনার মামলা অথবা আদম ব্যবসার নামে বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণার মামলায় জড়িয়ে দেওয়া হয়। কিছুদিন হয়রানীর শিকার হয়ে বাড়ীর ভিটে মাটি বিক্রি করে আপোষ-মিমাংসা করতে বাধ্য হয়। এসকল সুদে কারবারী এতোই শক্তিশালী যে তাদের প্রতিবাদ করার সাহস পায় না অনেকে। তবে সমবায় সমিতির রেজিষ্ট্রেশন ধারী সমিতি গুলো সদস্যদের মধ্যে ঋণ প্রদানের বিধান থাকলেও সেটিকে ভুল বুঝিয়ে সুদের ব্যবসা রমরমা ভাবে চালিয়ে যাচ্ছে। সুধিমহল ঊর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari