রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারের একটি পুরাতন ভবনসহ জমি কিনে বিপাকে পড়েছেন আমজাদ সরদার নামে এক ব্যবসায়ী। সে কালুখালীর বোয়ালিয়া ইউনিয়নের তছির সরদারের পুত্র। আমজাদ সরদার জানান, এক সপ্তাহ আগে তিনি রতনদিয়া বাজারের সুমন কুন্ডুর কাছ থেকে রতনদিয়া মৌজার বিএস ১৬২৫ ও ১৬২৬ নং দাগের ৩.২৩ শতাংশ জমি,পুরাতন বিল্ডিং ও টিনের ঘর ক্রয় করে। বিক্রয়ের পর সুমন ওই জমি তার নামে রেজিষ্ট্রেশন করে দখল বুঝে দেয়। এরপর বাড়িতে মালামাল ও আসবাবপত্র তুলে বসবাস শুরু করে আমজাদ সরদার। কিন্তু পরদিনই তিন ব্যক্তি জমিটির জাল দলিল দেখিয়ে জমিটি তাদের বলে দাবী করে। ওই ব্যক্তিরা তার বাড়িতে লুটপাট করে স্বর্ণালংকারসহ ২ লাখ ২২ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া ব্যাংকের ৩ লাখ টাকার স্বাক্ষর করা চেক নিয়ে গেছে। বিষয়টি কালুখালী থানা পুলিশকে জানালে পুলিশ কিছু মালামাল উদ্ধার করে। তবে চেক ও স্বর্ণালংকার উদ্ধার করতে পারেনি। এব্যাপারে আমজাদ সরদার বাদী হয়ে রাজবাড়ী ২ নং আমলী আদালতে দায়ের করেছে। মামলা নং সিআর ২৩৯/২২।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari