রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পুরবী ইসলামের মৃত্যুর ঘটনায় তার ভাই মেহেদী হাসান রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। শনিবার রাতে নিহতের স্বামী ফরহাদ হোসেনকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ হেফাজতে থাকা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রাজবাড়ী সদর থানার এসআই রিফাত হাসান জানান, স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় তার ভাই ৩০৬ ধারায় আত্মহত্যা প্ররোচনা মামলা করেছেন। পুলিশ নিহতের স্বামীকে গ্রেপ্তার করে আদালতে চালান করেছে। প্রসঙ্গত, গত শুক্রবার পুরবী ইসলামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর থানার পুলিশ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari