দৈনিক আমাদের রাজবাড়ী’র প্রকাশক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সাথে মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাত করেছেন ‘রাজবাড়ী জেলা ষ্টুডেন্ট এসোসিয়েশন অব চট্টগ্রাম বিশ^বিদ্যালয়’ এর নেতৃবৃন্দ। গত কোরবানির ঈদ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয় বন্ধ থাকায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত রাজবাড়ী জেলার মেধাবী ছাত্র-ছাত্রীগণ নিজ বাড়িতে অবস্থান করছেন। রাজবাড়ী জেলা ষ্টুডেন্ট এসোসিয়েশন অব চট্টগ্রাম বিশ^বিদ্যালয় এর সভাপতি মো. আবুবক্কার মোল্লা এবং সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ এর নেতৃত্বে ৯ জনের একটি প্রতিনিধিদল সাক্ষাত করে তাকে ফুলের তোরা উপহার দিয়ে সম্মানিত করেন। তারা দৈনিক আমাদের রাজবাড়ী’র প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের কাছ থেকে মহান মুক্তিযুদ্ধে এ জেলার রনাঙ্গনের কিছু স্মৃতি শোনেন। এছাড়াও সকল মেধাবী ছাত্রদের আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় যথাযথ ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন। নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari