রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে প্রবাসীর বাড়ীতে হামলায় ৫জন নারী আহত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার সময় বকশিয়াবাড়ী গ্রামের সৌদি প্রবাসী ইমদাদুল হক মিয়ার বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসতঘর ভাংচুর ও কয়েকজন নারীকে পিটিয়েছে। হামলায় ইমদাদুল হকের মা, বোন, ও দুই ভাইয়ের স্ত্রী আহত হয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে ইমদাদুল হক মিয়ার বোন মনোয়ারা খাতুন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari