ঈদ শেষে ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে কাজে যোগ দিতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় করে যেতে দেখা গেছে। আজ রবিবার সরকারি ছুটি শেষ হওয়ায় সকাল থেকে ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কর্মজীবী মানুষের এমন চাপ দেখা যায়। রাস্তায় ও যানবাহনে স্বাভাবিক সময়ের চাইতে ভাড়া কিছুটা বেশি নিলেও যানজট ও দুর্ভোগ না থাকায় কোন সমস্যায় পড়তে হয়নি তাদের। তাছাড়া ফেরি ও লঞ্চের সংখ্যা বেশি থাকায় ঘাটে ও ফেরিতে দীর্ঘ সময় নষ্ট হয়নি তাদের। এবছর ঈদের আগেও কোন ধরনের উল্লেখ করার মত ভোগান্তি হয়নি। ঈদের পর পরিবারের সাথে ঈদ করে কর্মস্থলে যেতেও তাদের কোন সমস্যায় পরতে হয়নি। ভালো ভাবেই যেতে পারছেন গন্তব্যে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া প্রান্তের ঘাট ব্যাবস্থাপক মো. সালাউদ্দিন জানান, আজ থেকে সরকারি ছুটি শেষ হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে সকাল থেকেই।এ চাপ আরো তিন চারদিন পর্যন্ত অব্যাহত থাকবে। কর্মজীবী মানুষ যাতে কোন ভোগান্তি ছাড়াই গন্তব্যে যেতে পারে সজন্যে ১৮টি ফেরি ও ২৩ লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীদের ঘাট পারাপারে কোন ভেগান্তি নেই বলে জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari