ভোর থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে শত শত যাত্রী ঈদ করতে ঘরে ফিরছে। সারাদিনের বৃষ্টি, কাঁদা পানির দুর্ভোগে বাধ্য হয়েই পরিবারের সাথে ঈদ করতে যেতে হচ্ছে শত শত মানুষের। তবে রাস্তায় বৃষ্টির কারণ বাস ও ছোট যানবাহনগুলোতে ভিজে ভিজে গন্তব্যে ফিরতে দুর্ভোগ ছিল চরমে। যাত্রীরা বলেন, সারাদিনের বৃষ্টিতে ভিজে দুর্ভোগ পৌছেছে চরমে, তারপরও বাড়ি ফিরছেন তারা। এতে রাস্তায় নানা দুর্ভোগ মাথায় নিয়ে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন গন্তব্যে। শত কষ্ট হলেও বাড়ি ফিরতে পেরে আনন্দিত তারা। বিআইডব্লিউটিসি'র ঘাট ব্যবস্থাপক মো.সালাউদ্দিন জানান, বৃষ্টি হলেও কাল ঈদ নির্ধারিত হওয়ায় বাধ্য হয়েই মানুষ বাড়ি ফিরছে। গত কয়েক দিনের চাইতে আজ ঘরমুখী মানুষের চাপ বেশি রয়েছে। এই চাপ শামাল দিতে ১৮টি ফেরি চালু রয়েছে। চাপ বেশি থাকলেও যাত্রীদের পারাপারে কোন সমস্যা হবেনা বলে জানান তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari