রাজবাড়ীর দৌলতদিয়ায় পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষ ভির দেখা গেছে। তবে মহাসড়কে কোন যানজট না থাকায় স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। পদ্মাসেতু চালু হওয়ায় বর্তমানে সেই চিরচেনা যানজট ও দুর্ভোগ আর নেই। মহাসড়কে যানবাহনের জট না থাকায় ভোগান্তি কমে গেছে তাদের। ফেরির ও লঞ্চের সখ্যা বেশি থাকায় সমস্যা আরো কমেছে। ঘাট এলাকায় আর কোন যানবাহব দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছেনা।
যাত্রীরা বলেন, তারা পরিবারের সাথে ঈদ করতে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন কোন দুর্ভোগ ও ভোগান্তি ছাড়াই। এতে অনেক আনন্দিত বলে জানান তারা।
রাজবাড়ী ট্রাফিক বিভাগের সার্জেন্ট জয়দেব সাহা বলেন, ঘাট এলাকা ভালো রয়েছে। কোন যানজট না থাকায় ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ নেই। সাধারণ মানুষ স্বস্তিতে ফিরতে পারছে। এ দুইদিন ঘুরমুখী মানুষ যেন ভালেভাবে ফিরতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari