টিম রাজবাড়ী ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুইজন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে।
তারা হলো রাজবাড়ী শহরের বিনোদপুর লোকোসেড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে রাকিব শেখ এলাকার রাজকুমার সাহার ছেলে অর্জুন। এদের মধ্যে রাকিব শেখকে হুইল চেয়ারের পাশাপাশি দোকানের মালামাল কিনে দেওয়া হয়েছে।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবীব জানান, রাকিব ও অর্জুন সম্পর্কে জানতে পেরে তারা উদ্যোগি হয়ে পাশে দাঁড়িয়েছেন। রাকিবের দোকানে কোনো মালামাল ছিল না। তার দোকানে পর্যাপ্ত মালামাল তুলে দিয়েছেন। দোকান থেকে যা আয় হবে তা দিয়ে তার সংসার ভালোভাবে পরিচালনা করতে পারবে বলে মনে করেন তিনি।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত দাস জানান, আমরা এক বছর ধরে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছি। কিছু দিন আগে জানতে পারি এখানে দুজন প্রতিবন্ধী আছে। সে কথা জেনে আমরা তাদের সহযোগিতায় এগিয়ে আসি। রাকিবের জন্য একটি হুইল চেয়ার ও দোকানের জন্য মালামাল কিনে দিয়েছি। এর মাধ্যমে সে স্বাবলম্বী হয়ে উঠবে বলে মনে করেন তিনি। একই সাথে শিশু অর্জুনকেও একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে।
হুইল চেয়ার ও দোকানের পণ্য বিতরণকালে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সহ সভাপতি কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রভাষক এসএম শামীম, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, কবি খোকন মাহমুদ প্রমুখ।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari