রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে স্বপন হলদারের জালে ২৭ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৮৫০ টাকায়। সোমবার দিবাগত রাতে উপজেলার পদ্মা-যমুনার মোহনায় স্বপন হালদারের জালে মাছটি ধরা পরে। এরপর সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটে দেলোয়ারের আড়তে আনা হলে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪ শত ৫০ টাকা কেজি দরে মাছটি ৩৯ হাজার ১৫০ টাকায় ক্রয় করেন সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারীরা মো. সোহেল মোল্লা। পরে দুপুর বারোটার দিকে মাগুরার এক সৌখিন ক্রেতার কাছে ১৫৫০ টাকা কেজি দরে ৪১ হাজার ৮৫০ টাকা বিক্রি করে দেন।
মো. সোহেল মোল্লা বলেন , পদ্মায় অন্যান্য মাছ কম ধরা পড়লেও মাঝে মাঝে বড় আকৃতির পাঙাশ, রুই, কাতল ও বাগাইড় মাছ ধরা পরছে। এতে জেলেরা লাভবান হচ্ছে ও পাশাপাশি আমরা মাছ গুলো কিনে বাড়তি কিছু টাকা লাভের মুখ দেখছি। তাছাড়া পদ্মা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় এর আলাদা একটা চাহিদা রয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari