পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে ১১৯৭টি হত দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে আলীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। আলীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু বক্কর সিদ্দিক কার্যক্রমের উদ্ধোধন করেন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ চাল দেয়া হয়। ইউনিয়ন পরিষদে চাল বিতরণের পাশাপাশি গাড়ীতে চাল বহন করে নিয়ে আশ্রয়ণ প্রকল্পে ২৭টি পরিবারকে ১০কেজি চাল পৌছে দেন ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। ঈদকে সামনে রেখে আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসেই চাল পেয়ে খুশি আশ্রয়নের বাসিন্দরা।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari