বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চিরায়ত নাটক জমিদার দর্পণের মঞ্চায়ন উপলক্ষে রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পাল, নাটকের নির্দেশক ও মঙ্গলনাটের সাধারণ সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ।
বক্তারা বলেন, এই নাটকটি মূলত নিরীক্ষাধর্মী কাজ। অনেক পুরনো নাটক নতুন করে নির্মাণ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। চিরায়ত নাটক হলেও এতে যেন আধুনিকতার ছোঁয়া থাকে সে দিকে লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি যারা নাটকের কলাকুশলি তাদেরকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে একটি সফল নাটক নির্মাণ সহজ হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari