রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ১৩ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে দুলাল চালাকের আড়তে মাছটি উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৬৫০ টাকা দরে মোট ৮ হাজার ৪৫০ টাকায় ৬ নম্বর ফেরিঘাট এলাকার মাৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা কিনে নেন। পরে মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫০০শত টাকা লাভে বিক্রি করে দেন। মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা বলেন, কয়েক দিন পরই পবিত্র ঈদুল আজহা। এ কারণে অনেকে মাছ কেনা বাদ দিয়েছেন। এর ফলে এখন তুলনামূলক মাছের দাম কম যাচ্ছে। এখন ঈদের সামনে না হলে মাছটি হাজার টাকার উপরে প্রতি কেজি দাম হতো। স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলেদের জালে মাঝেমধ্যেই ধরা পড়ছে বড় পাঙাশ, বাগাড়, রুইসহ সিলভার কার্প জাতীয় মাছ। ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীতে এমন বড় সিলভার কার্প মাছের দেখা খুব বেশি পাওয়া যায় না।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari