রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর জুটমিল সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমারের লুপ ক্যাবল চুরির সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নুরপুর গ্রামের সুভাষ দাসের ছেলে সুজয় দাস ও রাজবাড়ী শহরের কাজীকান্দা এলাকার নায়েব আলী শেখের ছেলে রাকিব শেখ।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari