পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২হাজার ৮৩৫টি পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোস্তফা মুন্সী। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল দেয়া হয়। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. মেনামুল হাসান মিন্টু।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari