রাজবাড়ী শহরের মানবিক চিকিৎসা সেবক হিসেবে পরিচিত শিশির চক্রবর্তী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল পাঁচটায় টিএন্ড টি পাড়া সার্বজনীন কালী মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত শোক সভায় মন্দিরের সভাপতি লিটন চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকির শাহাদত, সিপিবি নেতা ধীরেন্দ্র নাথ দাস, ডাঃ সমীর কুমার দাস, পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক গোলাম কাশেম। স্মরণ সভায় বক্তারা শিশির চক্রবর্তীর নানা গুণাবলি তুরে ধরে বক্তব্য রাখেন।
মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত শোক সভায় শিশির চক্রবর্তীর সহধর্মিনী কৃষ্ণা চক্রবর্তী, একমাত্র পুত্র সজীব চক্রবর্তী ও শ্যালক বীরেশ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari