পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জমি জবরদখল ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০ টার সময় ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটির খেলার মাঠ ও মেইন ফটকের সামনে এ মানববন্ধন করেন তারা।
প্রধান শিক্ষিকা রাশেদা খাতুনের নেতৃত্বে অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা দাবি করেন, স্কুলের ক্লাস ও এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগতদের আনাগোনার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয় শিক্ষার্থীদের। এবং স্কুলের খেলার মাঠে যত্রতত্র গরু ছাগল বাঁধার কারণে মল-মূত্র পরে মাঠের পরিবেশ নষ্ট হয়। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে ও স্কুলের খেলার মাঠ রক্ষার্থে একটি প্রাচীর নির্মাণের দাবি ছিল আমাদের অনেকদিনের। বেশ কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন, এরপর থেকে স্থানীয় কিছু প্রভাবশালী সেই প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে। যে কারনে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। তাই আমরা দ্রুত এই প্রাচীর নির্মাণের দাবি জানাই।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari