কালুখালী থানার পুলিশ বিশেষ এক অভিযান চালিয়ে মঙ্গলবার মুন্সীগঞ্জ থেকে স্ত্রী হত্যার দায়ে আব্দুল মন্ডল ওরফে আব্দুল মিয়াকে গ্রেপ্তার করেছে । সে কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত নুরুল মন্ডলের ছেলে।
কালুখালী থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস জানান, গত ৭ জুন তারিখে মাঝবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামে রাশিদা বেগমকে মাথায় ইট দিয়ে থেতলে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন আছমা বেগম বাদী হয়ে আব্দুল মিয়াকে একমাত্র আসামি করে কালুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল আব্দুল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় আব্দুল মুন্সীগঞ্জ জেলার গজারিয়া এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুলকে রাজবাড়ীর আদালতে হাজির করা হলে ১৬৪ ধারা জবানবন্দীতে সে হত্যার কথা স্বীকার করেছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari