দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে আকষ্মিক পানি বৃদ্ধির কারণে ফেরি ঘাটের পন্টুনের এ্যাপ্রোজ সড়ক ডুবে যাওয়ায় নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। বর্তমান দৌলতদিয়া ফেরি ঘাটে চারটি সচল ঘাটের মধ্যে ২টি ঘাট দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে যানবহন পারাপার।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন,গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে পানি বেড়েছে ৭২ সেন্টিমিটার। আকষ্মিক ভাবে পানি বৃদ্ধি পাওয়ায় দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া ফেরি ঘাটে পন্টুনের এ্যাপ্রোচ সড়ক পানিতে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে বর্তমান সচল ৪টি ঘাটের মধ্যে ২টি ঘাট সম্পন্ন বন্ধ এবং অপর ২টি ঘাটের এপ্রোজ সড়কে পানির উপর দিয়ে চলাচল করছে যানবাহন। এতে করে ফেরিতে যানবাহন উঠা-নামার সময় কিছু সময়ের জন্য বন্ধ থাকছে। যানবাহন পারাপার ব্যহত হওয়ার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আসা যাত্রীবাহি বাস ও পন্যবাহি ট্রাক নদী পারের অপেক্ষায় সিরিয়ালে দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়ছে।
বাস চালক মো. রাসেল শেখ সহ কয়েক জন জানান, দীর্ঘ সময় ধরে তারা সিরিয়ালে আটকা পড়ে আছেন। এর মধ্যে আবার একেক সময় একেক ঘাটে যেতে বলা হচ্ছে তাদের। এতে তারা আরো দূর্ভোগের শিকার হচ্ছেন।
যশোর থেকে আসা যাত্রী মো. কামাল হোসেন জানান, বর্ষা মৌসুমে পানি বাড়বে এটাই স্বাভাবিক , এর জন্য ঘাট কর্তৃপক্ষ প্রস্তুতি গ্রহন করলে তাদের এই দূর্ভোগে পড়তে হতো না। প্রচন্ড গরমে চরম ভোগান্তি হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থপক (বাণিজ্য) মো. নুর আহাম্মেদ ভূইয়া বলেন, হঠাৎ করে পানি বৃদ্ধির কারণে ঘাট সমস্যায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। চারটি ঘাটের মধ্যে দুটি ঘাট দিয়ে যানবাহন চলাচল করছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari