গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ; এই প্রতিপাদ্য সামনে রেখে কালুখালী উপজেলায় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক এ উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক কালুখালী শাখার সামনে এই কর্মসূচি উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক পলাশ শঙ্খ বণিক ও সেকেন্ড ম্যানেজার মতিয়ার রহমান। উদ্বোধন অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক কালুখালী শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। শাখা ব্যবস্থাপক পলাশ শঙ্খ বণিক জানান, বৃক্ষরোপন কর্মসূচি ২০২৩ উপলক্ষে কালুখালীর ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হচ্ছে। তবে এ প্রক্রিয়া মাসব্যাপী অব্যাহত থাকবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari