জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জাতীয় পর্যায়ে লোক সঙ্গীত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে সারা দেশের মধ্যে দ্বিতীয় সেরা হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মেয়ে কংকাবতী প্রিয়তা সূত্রধর। সোমবার বিকেলে ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট এ আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কংকাবতীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি। কংকাবতী প্রিয়তা সূত্রধর ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ এর সপ্তম শ্রেণির ছাত্রী এবং ছায়ানটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়ার বাসিন্দা প্রশান্ত কুমার সূত্রধর এর মেয়ে। প্রশান্ত কুমার সূত্রধর রুরাল পাওয়ার কোম্পানী লিমিটেড এর নির্বাহী প্রকৌশলী। মা ঝুমা সূত্রধর সাভারের মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রভাষক।
কংকাবতী প্রিয়তা সূত্রধর এর বাবা প্রকৌশলী প্রশান্ত কুমার সূত্রধর বলেন, দেশের সংস্কৃতিক চর্চা ও মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। তার সাফল্যে আমরা গর্বিত। আমি আমাদের মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া-আর্শিবাদ কামনা করি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari