কোরবানীর ঈদকে সামনে রেখে জমে উঠেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া পশু হাট।
রামদিয়ার পশু হাটে গিয়ে দেখা যায় কোরবানীর পশু ক্রেতা - বিক্রেতাদের প্রচুর ভিড়। পছন্দের পশু কিনতে জেলা ও জেলার বাহির থেকে ক্রেতা বিক্রেতা এই হাটে এসেছে। সকাল থেকে বড় বড় গাড়ী ভরে গরু ছাগল হাটে আসতে দেখা যায়। দাম ও পছন্দের সাথে মিলে যাওয়া বিক্রি হয় পচুর গরু ছাগল এই হাটে। ক্রেতা ও বিক্রেতারা বলছে এই রামদিয়া হাটের জায়গা ও সব পরিবেশ মিলিয়ে একটি আদর্শ হাট। হাট মালিকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
হাট সংশ্লিষ্টরা জানান, ঈদুল আযহা উপলক্ষে প্রতি সোমবার ও শুক্রবার এই পশু হাটের ব্যবস্থা করা হয়েছে। তুলনামূলক আমাদের হাটের খাজনা অতি সীমিত। ক্রেতা বিক্রেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari