রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের প্রকৌশলী আমির আলী হত্যার ৫ বছরেও তদন্ত সম্পন্ন হয়নি। এমন অভিযোগ বাদীর পরিবারের। বিষয়টি উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।
মামলার বাদী গঙ্গারামপুর গ্রামের মেছের আলীর পুত্র ফররুখ আহম্মেদ ওরফে ফরমান আলী জানান, ২০১৮ সালে জুলাই মাসের ৮ তারিখ দিবাগত রাতে তার মেঝ ভাই আমির আলী (৬৫)কে পূবর্ পরিকল্পিতভাবে হত্যা করে মধুপুর ঈদগাহের কাছে আকমল মন্ডলের পাট ক্ষেতে গুম করে রাখে। পরদিন দুপুরে একই ইউনিয়নের খালিয়া গ্রামের মোসলেম মাঠে ঘাস কাটতে গিয়ে লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের গোয়েন্দ বিভাগ(সি আই ডি) জি আর মামলা নং-১১৭/১৮। তদন্ত কারী কর্তৃপক্ষ ২০১৯ সালের ১৪ অক্টোবর পর্যন্ত সন্ধিগ্ধ আসামীদেরকে আটক করলেও পরবর্তীতে কার্যক্রম থমকে রয়েছে। এব্যাপারে হতাশা গ্রস্থ বাদীর পরিবার।
এব্যাপারে বর্তমান তদন্তকারী কর্মকর্তা সি আই ডি রাজবাড়ী পুলিশ পরিদর্শক মো. জহির জানান, সদ্য তিনি যোগদান করেছে বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari