পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুরে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকায় জেলে নিমাই হলদারের জালে মাছটি ধরা পড়ে।
জেলে নিমাই হলদার বলেন, পদ্মা-যমুনার মোহনায় দৌলতদিয়া কলাবাগান এলাকায় সকালে জাল ফেলি। পরে দুপুরে দিকে জাল উঠানোর সময় দেখি বড় একটি বাঘাইড় মাছ জালে ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের আনো খাঁ'র আড়তে এনে উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় বিক্রি করেছি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari