ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন ২০২২ অনুষ্ঠানে পাংশার সহোদর দুই ভাই কেএম পিয়াস (২৫) চ্যান্সেলর এ্যাওয়ার্ড এবং কেএম নিয়াজ (২৩) ডিন এ্যাওয়ার্ড লাভ করেছে। কেএম পিয়াস ও কেএম নিয়াজ পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কেএম নজীবউল্লাহ ও আদর্শ গৃহিনী মোছা. শরিফুন্নাহার পিয়ার ছেলে। গত বুধবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭ম সমাবর্তন ২০২২ অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি গ্রাজুয়েট ডিগ্রীপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।
কেএম পিয়াস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের এবং কেএম নিয়াজ একই ইউনিভার্সিটির ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইটিই) বিভাগের ছাত্র। তারা কৃতিত্বের সাথে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাংশা সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়।
চ্যান্সেলর এ্যাওয়ার্ড প্রাপ্ত কেএম পিয়াস ও ডিন এ্যাওয়ার্ড প্রাপ্ত কেএম নিয়াজ বলেন, “আমরা অফিশিয়ালি গ্রাজুয়েট ডিগ্রী লাভ করেছি। আমরা এই কৃতকার্যের জন্য খুশি এবং গর্ববোধ করছি। আমাদের এই কৃতকার্য পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি উৎসর্গ করলাম। তারা সব সময় আমাদের অভিভাবক হিসেবে সৎ পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেছেন। চলার পথে তাদের অনুপ্রেরণা না থাকলে আমাদের কৃতকার্য হওয়া সম্ভব হতো না। উচ্চশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করছি।”
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari