রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া থেকে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদাত মেম্বার পাড়া'র মৃত আকবর আলী সরদারের ছেলে মো. হারুন সরদার (৫৫)।
জানা যায়, শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোতালেব হোসেন, সঙ্গীয় অফিসার ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া ১নং ফেরীঘাট সংলগ্ন শাহাদাত মেম্বারপাড়া জেলা প্রশাসন হেল্প ডেস্ক এর সামনে হতে তাকে ৩শ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগণের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari