রাজবাড়ীর পাংশায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে রবিবার কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বকনা বাছুর বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজবাড়ি-২ আসনের জাতীয় সংসদ সদদ্যা জিল্লুল হাকিম।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জিল্লুুল হাকিম এমপি, উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, রোকেয়া বেগম, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার ও মৎস্য অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
আলোচনা সভার মাঝে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১৮ জন রোগীকে চিকিৎসার জন্য জন প্রতি ৫০ হাজার টাকা করে দেয়া হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari