জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেলে রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অসীম কুমার পাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি লুৎফর রহমান লাবু, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বদেশ নাট্যাঙ্গন রাজবাড়ী'র সহ-সভাপতি মো. জিহাদুর রহমান প্রমুখ।
সমাবেশে স্বদেশ নাট্যাঙ্গনসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari