রাজবাড়ীর পাংশায় মাদ্রাসা ছাত্রকে হত্যা করে ভ্যান ছিনতাই ঘটনায় হত্যাকারি তারেক (২০) কে গ্রেফতার এবং ছিনতাইকৃত ভ্যান উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার এক প্রস বিজ্ঞপ্তির মাধ্যমে পাংশা থানা পুলিশ জানায়, নিহত হাসিবের বাবার করা মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর দিক নির্দেশনায়, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামানের তত্তাবধানে এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই তারিকুল ইসলাম, এসআই দিপঙ্কর কুন্ডু, এসআই আল-মামুন ৭ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী তারেক (২০) কে আটক করতে সক্ষম হয়েছে।
হত্যাকারি তারেক মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকার আব্দুল খালেক প্রামানিকের ছেলে। এছাড়াও ছিনতাই হওয়া ভ্যানটি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার হলবাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত ৬ জুন পাংশায় হাসিবুল বিশ্বাস নামে ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করে তার কাছে থাকা অটো ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। পরে ৭ জুন গলায় গামছা পেঁচানো ও মুখের মধ্যে গামছা গোজা অবস্থায় পাংশা বাবুপাড়া ইউপির দূর্গাপুর এলাকার একটি ঘাস ক্ষেত থেকে হামিদুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হাসিব মাছপাড়া ইউপির খালকুলা গ্রামের হামিদুল এর ছেলে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari