গোয়ালন্দ উপজেলা প্রশাসন এর উদ্যোগে এবং সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের ১০ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। জানা গেছে, এই শিক্ষার্থীরা অর্থাভাবে এসএসসি পরীক্ষার পর অন্য কলেজে ভর্তি হতে পারছিল না। তখন বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের শিক্ষকগণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। কলেজের শিক্ষার্থী কাকলী বলেন, বইগুলো কিনতে অনেক টাকার প্রয়োজন। যা আমাদের পরিবার থেকে দিতে পারছিল না। বই ছাড়া আমাদের পড়ালেখায় মনোযোগ দিতে পারতাম না। এখন আজ আমরা বই পেয়েিেছ। আমাদের খুব ভালো লাগছে। আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারব। গোয়ালন্দ উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ¦ মোস্তফা মুন্সী উপজেলা চেয়ারম্যান গোয়ালন্দ, জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার গোয়ালন্দ, রুহুল আমিন সমাজসেবা অফিসার গোয়ালন্দ, জিল্লুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজ এবং রুমা খাতুন প্রজেক্ট কোঅর্ডিনেটর এডুকেশন, কেকেএস।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari