রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা পাড়া গোয়াল ঘরে আগুন লেগে ২টি গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে।
বুধবার রাত দুটোর দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজ উদ্দিন মৃধা গ্রামের আব্দুল ছাত্তার মোল্লার গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।
ছাত্তার মোল্লা জানান, প্রতিদিন তিনি তার গোয়াল ঘরে গরু রেখে সামনের দরজা তালা দিয়ে রাখেন। মঙ্গলবার সন্ধ্যায়ও তিনি গোয়াল ঘরে গরু রেখে ঘুমাতে যান কিন্তু মাঝ রাতে গরুর গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। অবুঝ প্রাণী গরু গুলোর আর্ত-চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় তার চিৎকারে আশে পাশের মানুষ এগিয়ে এসে পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোয়ালন্দ ফায়ার স্টেশন কমন্ডার আব্দুর রহমান বলেন, দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদদীন মৃধা পাড়ায় আগুন লাগার সংবাদ শুনে একটা টিম নিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণে আনি। এরমধ্যেই তার দুটি গরুসহ গোয়ালঘর আগুন লেগে যায় তবে আগুন লাগার কারণ হিসাবে চুলোর আগুন থেকে আগুন লাগতে পারে বলে তিনি ধারনা করেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari