রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নার্সারী এলাকা থেকে রেলের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে বহরপুর ইউনিয়নের আড়কান্দির নার্সারী এলাকা গিয়ে দেখা যায় আড়কান্দি রেল ষ্টেশন সড়কের জায়গা থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। প্রায় ১ কিলোমিটার ইট বিছানো রেল সড়কটিতে সম্প্রতি মাটির কাজ সম্পপ্ন করা হয়েছে। বছর না গড়াতেই পলাশ মিয়া অবাধে রাস্তার দুই পাশের সড়কের জমির মাটি কেটে তা দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছে। এ বিষয়ে পলাশ মিয়াকে জিজ্ঞাসা করা হলে স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিমের কথায় সে মাটি কেটে রাস্তার একটি ধ্বসে পড়া জায়গা ভরাট করছে।
বহরপুর ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, জায়গাটি তার ইউনিয়ন পরিষদের নয়।
বাংলাদেশ রেলওয়ের রাজবাড়ী সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, বিষয়টি তদন্তপৃর্বক ব্যবস্থা নেওয়া হবে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, মাটি কাটার বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari