রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি পুলিশ।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানাধীন বারমল্লিকা গ্রামে অভিযান চালিয়ে পলাতক আসামী আলামিন মোল্লা(৩০) পিতা আবুল মোল্লার বসতবাড়ী থেকে কালো রঙের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পলাতক আসামী আলামিন একজন পেশাদার মাদক বিক্রেতা এবং চোরাই মোটর সাইকেল কেনাবেচার সিন্ডিকেটের সাথে জড়িত বলে স্থানীয় লোকজন জানায়। এর আগে ২০২১ সালে উক্ত আসামী একটি চোরাই মোটর সাইকল সহ রাজবাড়ী সদর থানা পুলিশের নিকট ধরা পড়েছিল। তার বিরূদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন আছে। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari