"স্মার্ট ভূমি সেবায় ভুমি মন্ত্রণালয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভুমি সেবা সপ্তাহ এর সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটরিয়ামে স্মার্ট ভূমি সেবা সপ্তাহের সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার (ভুমি) মো. হাসিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর প্রমূখ।
বক্তাগণ এই সপ্তাহের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্যে এটাও একটা বড় অধ্যায়। স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি)। এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহে মূল বিষয় হিসেবে উল্লেখ করেছেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari