রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগে শুক্রবার বিকেলে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারে এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. ইমদাদুল হক বিশ্বাস, অধ্যক্ষ আলতাফ হোসেন, রাজবাড়ী থিয়েটারের সভাপতি বাবলা চৌধুরী, মুনীরুল হক মুনীর, রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন কবি খোকন মাহমুদ।
আলোচনা শেষে সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারের পরিচালনায় রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari