ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল এক ব্যক্তি। পথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাধার মুখে পড়ে ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলেই পালিয়ে যায় সে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলা এলাকায়। ওই ব্যক্তির নাম শনাক্ত করে কালুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে। রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি ফেনসিডিল নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে আসছে এমন খবর পেয়ে পাংশা-কালুখালীর মাঝামাঝি স্থানে চেক পোস্ট বসানো হয়। এসময় একটি মোটরসাইকেলকে কুষ্টিয়ার দিক থেকে আসতে দেখে সেটিকে থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি না থামিয়ে আরও গতি বাড়িয়ে দেয়। সেটির পিছু নিয়ে এগুতে থাকলে এক পর্যায়ে ওই ব্যক্তি ফেনসিডিল ভর্তি ব্যাগ ছুড়ে দিয়ে মহাসড়ক সংলগ্ন গ্রামীণ সড়ক দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ওই ব্যাগের মধ্য থেকে একশ বোতল ফেনসিডিল, একটি ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ড পাওয়া যায়। ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ড একই ব্যক্তির। তার নাম ইয়াচ নবী। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের হামিদুল্লাহর ছেলে। জব্দকৃত ফেনসিডিল কালুখালী থানায় হস্তান্তর করে ইয়াচ নবীর বিরুদ্ধে কালুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari