রাজবাড়ীর পাংশায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার পেলেন পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমান। একই সাথে শ্রেষ্ট চোরাচালান উদ্ধারকারি অফিসার হিসেবে সম্মাননা স্বারক ও নগদ অর্থ পুরস্কার পেয়েছেন একই থানার এস আই তারিকুল ইসলাম ও এস আই দিপংকর কুন্ডু।
বৃহস্পতিবার রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের কল্যান সভায় মার্চ-এপ্রিল ২০২৩ শ্রেষ্ঠদের হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ দল নিরলস পরিশ্রমের মাধ্যমে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জেলা পুলিশ সুপার তাদের এ পুরস্কার দেন।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সভাপতিত্বে এ পূরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার রেজাউল করিম (ক্রাইম এন্ড অবস্), সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, সহকারি পুলিশ সুপার আসলাম সাগর (শিক্ষানবিশ)। এছাড়াও জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ সহ অন্যন্য অফিসারগন উপস্থিত ছিলেন।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari