রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার দুপুরে পাংশা বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। এসময় ১৩ দোকানির ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী, রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. তৈয়বুর রহমান ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের হিসাব সহকারী মো. মোকসেদ আলীর সমন্বয়ে এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান কর্মসূচিতে দায়িত্বপালনকারী পেশকার মো. মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেন। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাংশা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।
বাজার তদারকি অভিযানের সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী দোকানে পণ্যের বিক্রয় মূল্য তালিকা সংরক্ষণ, বেশি দামে পণ্য বিক্রয় না করা এবং ভেজাল দ্রব্য বিক্রি না করাসহ বিভিন্ন বিষয়ে দোকানদারদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন তিনি।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari