"স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়" স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা ভূমি অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসনাত আল মতিন।
আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা ভেটেনারী সার্জন ডা: মোত্তালিব আলী, উপজেলা মৎস্য অফিসার সাইদ আহম্মেদ। এছাড়াও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মী ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা পাবার ব্যাপারে আলোকপাত করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’ সহ স্মার্ট ভূমিসেবা স্থাপনে ভূমি মন্ত্রণালয়ের পরিকল্পনার ব্যাপারে সম্যক ধারণা প্রদান করা হয়। এবং খতিয়ান ও মৌজা ম্যাপ বিষয়ে ব্যাপক অবহিতকরণ ও গণসচেতনতা বৃদ্ধি করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে গৃহহীনদের মাঝে কবলা দলিল ও নামজারি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari