রাজবাড়ীর ডিবি পুলিশ রোববার রাতে পাঁচ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা ইফতি হক সৌরভ ও চরলক্ষীপুর গ্রামের বিল্লাল হোসেন। এদের মধ্যে ইফতি হক সৌরভ রাজবাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। অপর আসামি বিল্লালের বিরুদ্ধে ১২টি মামলা আদালতে বিচারাধীন।
রাজবাড়ী ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, চরলক্ষীপুর এলাকা থেকে এক বোতল ফেনসিডিলসহ ইফতি হক সৌরভকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে বিল্লালের নিজ বাড়ি থেকে আরও চার বোতল ফেনিসিডিলসহ বিল্লালকে আটক করা হয়। এব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের পর আসামিদের সোমবার রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari