জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদকের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা, স্থানীয় সরকার উপ পরিচালক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর যথাযোগ্য মর্যাদা ও উৎসবের আমেজে উদযাপনের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
পরে একই স্থানে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে জেলার বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয় এবং বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari