দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ১৩ মে শনিবার ভোর ৬ টা হতে টানা সাড়ে ৫১ ঘন্টা বন্ধের পর আজ সোমবার (১৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে ওই রুট পুনরায় লঞ্চ সার্ভিস চালু করা হয়। এর আগে ঘূর্ণিঝড় মোখা'র প্রভাব পড়ার আশঙ্কায় নৌ-দুঘর্টনা এড়াতে গত শনিবার (১৩ মে) সকাল ৬ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিএ-এর আরিচা অঞ্চলের বন্দর কর্মকতা এসএম সাজ্জাদুর রহমান দৈনিক আমাদের রাজবাড়ীকে বলেন, 'দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘূর্ণিঝড় মোখা'র কোন প্রাভাব পড়েনি। নৌপথ পরিস্থিতি স্বাভাবিক থাকায় আজ (১৫ মে) সকাল সাড়ে ৯ টা থেকে লঞ্চ সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।'
এদিকে দৌলতদিয়া ঘাটে কমর্রত বিআইডাব্লউটিএ-এর ট্রাফিক পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, নৌ-দুর্ঘটনা এড়াতে টানা সাড়ে ৫১ ঘন্টা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। এ সময় লঞ্চপার হতে ঘাটে আসা সাধারণ যাত্রীরা বিভিন্ন ফেরিতে করে তারা নৌপথ পারাপার হন। তিনি আরো বলেন, আজ সকালে দৌলতদিয়া ঘাট হতে লঞ্চ 'এম এল মিজানুর' যাত্রী নিয়ে রওয়ানা দেন। অপর দিকে একই সময়ে পাটুরিয়া ঘাট হতে 'এমভি খন্দকার' যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসে। 'বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী পারাপারে ১৬টি লঞ্চ সাবর্ক্ষণিক চলাচল করছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari