শনিবার বিকেলে রাজবাড়ীর ডিবি পুলিশ শহরের পার্ক হোটেলের সামনে থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের গোলাম মোস্তফার ছেলে আবু সাইদ বিন মোস্তফা ও গোড়লা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সুমন ইসলাম।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের সামনে প্রেস লেখা স্টিকার লাগানো ছিল। তাদের কাছ থেকে অখ্যাত একটি দৈনিকের কার্ড পাওয়া গেছে। সাংবাদিক পরিচয়ের আড়ালে তারা দীর্ঘদিন মাদক ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞসাবাদে স্বীকার করেছে। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
প্রকাশক : ফকীর আব্দুল জব্বার, সম্পাদক : ফকীর জাহিদুল ইসলাম, সম্পাদকীয় কার্যালয়ঃ ২২ নং ইয়াছিন স্কুল মার্কেট (২য় তলা), হাসপাতাল সড়ক, রাজবাড়ী সদর, রাজবাড়ী মোবাইল: 01866962662
© All rights reserved © 2022 daily Amader Rajbari